‘সৃষ্টির একুশ শতক’ কেবলমাত্র একটি পত্রিকা নয়। বরং এক দশকেরও বেশি সময়কাল ধরে সে ক্রমশঃ হ’য়ে উঠেছে সৃজনশীল মুক্তমনা বাংলার এক অনন্য প্রতিবিম্ব। এই ক্লেশিত, উদভ্রান্ত সময়ে স্তাবকতা আর উন্মার্গগামিতার উল্টোস্রোতে, যাবতীয় চোখরাঙানি আর হুকুমনামার বিপ্রতীপে শিরদাঁড়া সোজা রেখে, সুস্থ মনন, মুক্ত চিন্তা ও যা কিছু সুন্দরের চর্চার আলোর বিভায় প্রতিস্পর্ধায় জেগে থাকা একটি উজ্জ্বল দ্বীপের নাম ‘সৃষ্টির একুশ শতক’। আগামি ১২ সেপ্টেম্বর, সন্ধ্যা ছ’টায় রোটারি সদনে অনুষ্ঠিত হবে এই পত্রিকার এ বছরের উৎসব সংখ্যাটির প্রকাশ অনুষ্ঠান। সবাই আসুন।

পুনশ্চঃ এবারের ‘সৃষ্টির একুশ শতক’ উৎসব সংখ্যায় প্রকাশিত হচ্ছে আমার প্রথম উপন্যাস – ‘সমুদ্রগুপ্তের স্বর্ণমুদ্রা’। বন্ধুরা পড়ে মতামত জানালে বড় ভাল লাগবে।