একুশ শতক মার্চ ২০১৯ সংখ্যা শনিবার ২৩মার্চ প্রকাশিত হয়েছে।কলেজ স্ট্রিট পাড়ায় ছুটি ছুটি ভাব এখনো কাটেনি ।রং নিয়ে ঘোর কাটেনি । সোমবার থেকে স্বাভাবিক হবে বলে মনে হয় । এই সংখ্যা থেকে নিত্যপ্রিয় ঘোষ শুরু কলেন ঠিকানা ; খাট ।অনবদ্য গদ্যে আত্মকথা ।কবি শংখ ঘোষ আবার শুরু করলেন পুরোনো চিঠির ঝাপি গউতাম সেনগুপ্ত শুধু প্রচ্ছদ করেন নি । এউরোপের শিল্প তীর্থে সিরিজে চমৎকার একটি প্রবন্ধ লিখেছেন । দেবেশিস মুখোপাধ্যায় ও আবেশ কুমার দাস লিখেছেন গল্প কার্ল মার্ক্স এর ২০০ বছর উপলক্ষে এক্তি মুল্যবান প্রবন্ধ লিখেছেন রাজীব চক্রবর্তী ।হাবিব আর রহমান আলোচনা করেছেন সংবাদপত্রেও ২০০ বছর প্রসঙ্গে এক্তি গ্রন্থ সমালোচনা করেছেন ।প্রফুল্ল কুমার চক্রবর্তীর গানের টানে পাঠক প্রিয় হয়ে উঠছে । এই সংখ্যায় আর ও অনেক লেখা আছে যা আকর্ষ নীয় । সংগ্রহ করুন তাড়াতাড়ি ।